![]() |
| My Journey: From Patharghata, Barguna to Building My Own Future |
My Journey: From Patharghata, Barguna to Building My Own Future
A Motivational Post by Siyam Hasan
জীবনে সবাই শুরু করে কোন না কোন জায়গা থেকে।
আমি শুরু করেছি—
বরগুনার পাথরঘাটা, পূর্ব লেমুয়া ভাসানী বাড়ি থেকে।
একটি সম্মানিত পরিবার, শক্ত মূল্যবোধ আর মানবিকতার শিক্ষা নিয়ে।
এই পরিবার আমাকে শিখিয়েছে
নম্রতা মহান শক্তি।
কাজ দিয়ে পরিচয় তৈরি করো।
হাল ছেড়ো না তাহলে পথ আপনিই খুলে যাবে।
My Past Where I Started
ছোটবেলা থেকেই টেকনোলজি, গেমিং এবং ডিজিটাল দুনিয়ার প্রতি আকর্ষণ ছিল।
নিজে নিজে শিখেছি
কখনো হার মানিনি।
ফ্রিল্যান্সিং শুরু করেছি শূন্য থেকে।
কাজ করতে করতে ভুল করেছি, আবার শিখেছি, আবার চেষ্টা করেছি।
কারণ আমি বিশ্বাস করি
“যতক্ষণ চেষ্টা, ততক্ষণ সম্ভাবনা।
My Present Who I Am Today
আজ আমি
Computer Science and Technology
Advanced Digital Marketing Expert
Email Marketing & Security Specialist (Fiverr Expert)
CEO Siyam Hasan News Limited
Founder gmblg.site (Multilingual News & Media Platform)
Owner Siyam Hasan Gaming YouTube Channel
Website Security Skilled
AI Content & Automation Expert
Future Legal Professional (Plan: LLB)
আমি আজ যা করছি
সবই আমার নিজের পরিশ্রম, অভিজ্ঞতা ও অনবরত শেখার ফল।
My Future Where I’m Going
আমার লক্ষ্য শুধু চাকরি করা নয়
আমি নিজের সাম্রাজ্য তৈরি করতে চাই।
LLB ডিগ্রি করা (Legal + Technology Expert হওয়া)
ব্রান্ট নেম বর্তমানে প্রকাশ করছি না LLC কে USA–Bangladesh দুই দেশেই বড় করা
গ্লোবাল Tech & Media Entrepreneur হওয়া
গেমিং, নিউজ ও ডিজিটাল মিডিয়াকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়া
বাংলাদেশের তরুণদের জন্য বড় প্ল্যাটফর্ম তৈরি করা
আমি জানি পথ কঠিন,
কিন্তু অসম্ভব বলে কিছু নেই
যদি আপনি নিজের ওপর বিশাল বিশ্বাস রাখেন।
Motivation For Everyone Who’s Reading This
আমি একটা জিনিস শিখেছি
পরিবার পরিচয় দেয়, কিন্তু নিজের পরিশ্রম পরিচয়কে উজ্জ্বল করেশুরু ছোট হলে সমস্যা নেই
যারা থেমে যায় তারা হারে, যারা চলে তারা জেতে
একদিন না একদিন, পরিশ্রম তার ফল দেবে এটাই নিয়ম
আজ আমি লড়ছি
আরো বড় হতে, আরো শিখতে, আরো এগোতে।
আর আপনি
আপনিও পারবেন।
যেখান থেকে শুরু করেন না কেন
স্বপ্ন যদি বড় হয়, পথ একদিন খুলবেই।
Final Message
Patharghata থেকে শুরু করা
Purbolemua Bhashani Bari-এর সন্তান আজ নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করছে।
এটাই আমার গল্প।
এটাই আমার যাত্রা।
এটাই আমার প্রমাণ
Your success is loading… Don’t give up.
Siyam Hasan
freelancer and digital marketing expert

No comments:
Post a Comment